আগামীকাল ২রা নভেম্বর সোমবার হেফাজত ইসলাম বাংলাদেশ ঘোষিত ফ্রান্স দুতাবাস ঘেরাও কর্মসূচী সফল করার আহবান জন্য আহবান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী।
আগামীকাল ২রা নভেম্বর হেফাজত ইসলাম বাংলাদেশ ঘোষিত ফ্রান্স দুতাবাস ঘেরাও কর্মসূচী সফল করার লক্ষ্যে আজ বিকালে হেফাজত ইসলাম কামরাঙ্গীরচর জোন এর উদ্যোগে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ কামরাঙ্গীরচর জোন এর সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, হেফাজত ঢাকা মহনগর যুগ্ম সম্পাদক মাওলানা মুজিবুর রহমান হামিদী, খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন, দপ্তর সম্পাদক মাওলানা সানাউল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মুফতি আফম আকরাম ও মুফতি আবুল হাসান কাসেমী প্রমুখ।
সভাপতির ভাষণে মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, মুসলমানগণ নবী মুহাম্মদ সা. কে প্রাণের চেয়েও বেশি ভালবাসে। নবীর জন্য জীবন দিতে লাখো আশেক প্রস্তুত রয়েছে।। ফ্রান্স সরকার তাদের ধৃষ্টতার জন্য বিশ্ব মুসলমানদের নিকট ক্ষমা চাইতে হবে। অন্যথায় সারাবিশ্বে তাদের বিরুদ্ধে প্রতিবাদের আগুন জ্বলতেই থাকবে। তিনি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ ভাবে ফ্রান্সকে বয়কট করার আহ্বান জানান।
0 Comments